Title
ওয়েবপোর্টালে তথ্য হালনাগদকরনের প্রতিবেদন দাখিল।
Details
২৯/০৩/২০১৬ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইসিটির কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন ওয়েব পোর্টলের সকল তথ্য হালনাগাদ করা, ইউআইএসসি লেখার পরিবর্তে ইউনিয়ন ডিজিটাল সেন্টার লেখা, ব্যানারে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রাসংঙ্গিক ছবি দিয়ে ব্যানার তৈরী (ব্যানারের নীচে নাম লেখা ও ব্যানারের বর্ণনা), পুরাতন প্রকল্পের তথ্যের পরিবর্তে হালনাগাদ তথ্যসহ সকল ধরনের হালনাগাদ তথ্য ওয়েব পোর্টালে আপলোড করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে সকল উদ্যোক্তাকে ১২/০৪/২০১৬ তারিখের মধ্যে ওয়েবপোর্টালে তথ্য হালনাগদকরনের প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা গেল।